রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপনির্বাচন: মফিজুর চেয়ারম্যান নির্বাচিত

নির্বাচনে পুরুষের চাইতে নারী ভোটার সংখ্যা ছিল বেশি।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2024, 01:58 PM
Updated : 9 March 2024, 01:58 PM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান।

দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৩ হাজার ১৬৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৭ ভোট।

শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার ফারুক হোসাইন এ ফলাফল ঘোষণা করেন।

এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে পুরুষের চাইতে নারী ভোটার সংখ্যা ছিল বেশি। ১১ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ৪২৪জন।

বিগত নির্বাচন ইভিএমে হলেও এবার নির্বাচন হয় ব্যালটে। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাদির মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়।