আসামি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালায়।
Published : 31 Oct 2024, 09:38 PM
বগুড়ায় শাজাহানপুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে ১৯ বছর পর এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক জালাল উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান।
দণ্ডপ্রাপ্ত চাঁন মিয়া উপজেলার মানিকদীপা পদ্মপাড়া এলাকার চুন্নু মিয়ার ছেলে।
মামলার বরাত দিয়ে আদালত পুলিশ জানায়, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোররাতে চাঁন মিয়ার সঙ্গে তার স্ত্রী ফুলবানুর ঝগড়া হয়। এক পর্যায়ে চাঁন মিয়া তার গেঞ্জি দিয়ে ফুলবানুর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন৷ এরপর মরদেহ শাড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন।
পরদিন পুলিশ চাঁন মিয়াকে গ্রেপ্তার করে এবং ফুলবানুর বাবা হত্যা মামলা করেন। চাঁন মিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক আসামি চাঁন মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছে।