সন্ধ্যায় ওই সনাতন ধর্মাবলম্বী দুই শিক্ষার্থী দুর্গাপূজা দেখতে বের হয়েছিলেন। রাতে বাসায় ফিরে তারা অসুস্থ হয়ে পড়েন।
Published : 12 Oct 2024, 04:38 PM
ফরিদপুরে অ্যালকোহলের বিষক্রিয়ায় দুই কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার মধ্যরাতের পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আসাদ উজ্জামান।
মাগুরা ও ফরিদপুরের এ দুই তরুণী সরকারি রাজেন্দ্র কলেজের সম্মান প্রথম বর্ষ ও ডিগ্রির শিক্ষার্থী। তারা ফরিদপুর শহরে বাড়ি ভাড়া করে বসবাস করতেন।
নিহতদের পরিবার ও হাসপাতালের বরাতে ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় ওই সনাতন ধর্মাবলম্বী দুই শিক্ষার্থী দুর্গাপূজা দেখতে বের হয়েছিলেন। রাত ১০টার পরে বাসায় ফিরে তারা অসুস্থ হয়ে পড়েন।
তাদের বাসায় থাকা অপর চাকুরীজীবী নারী জানান, ক্রমশ তাদের অবস্থার অবনতি ঘটলে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান।
জেলার অতিরিক্তি পুলিশ সুপার শৈলন চাকমা বলেন, ধারণা করা হচ্ছে স্পিরিট জাতীয় বিষাক্ত কোনো তরল পান করায় তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে তাদের মৃত্যুর কারণ হিসেবে ‘অ্যালকোহল পয়জনিংয়ের’ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে বলে জানান তিনি।