পার্বত্য জেলা রাঙামাটির ও খাগড়াছড়ির বিভিন্ন বিহারে আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে। যাকে ‘আশ্বিনী পূর্ণিমা’ও বলা হয়। ধর্ম মতে, বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ি পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস বর্ষাব্রত পালন করেন। আর এই বর্ষাব্রত পালন শেষে আশ্বিনী পূর্ণিমা তিথিতে তারা প্রবারণা করেন। এদিন ভিক্ষু ও পূর্ণার্থীরা তাদের অতীতের ভুল-ভ্রান্তির জন্য একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। শনিবার সকাল থেকেই বিহারে পঞ্চশীল গ্রহণ, প্রার্থনা, বুদ্ধ সংগীত, মোমবাতি ও প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর অষ্টপরিষ্কার দান, অষ্টশীল গ্রহণ, বুদ্ধ পূজা প্রভৃতি আচার শেষে দেব-মানবের তথা সব প্রাণীর হিতার্থে ধর্মদেশনা দেওয়া হয়।
Published : 28 Oct 2023, 08:09 PM