যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন বিচারক।
Published : 17 Sep 2024, 03:48 PM
দুই বছর আগে রাজবাড়ীতে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে সাবেক এক ইউপি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ সাইফুল হক জানান।
দণ্ডিত জামরুল ইসলাম মণ্ডল (৫২) রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি পাংশা উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ওই বছরের ১ মার্চ পাংশা মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জামরুল ইসলামের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও জামরুলকে গ্রেপ্তার করে। এরপর সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে আদালত নিশ্চিত হয় যে, ওই ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল বলেন, আসামি জামরুল ইসলামকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।