ঘটনার রাতই এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 19 Apr 2025, 09:00 PM
সিলেট নগরীর দলদলি চা বাগান এলাকায় ছুরিকাঘাতে তরুণ খুনের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯।
শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কেএম শহিদুল ইসলাম সোহাগের সই করা এক পত্রে জানানো হয়েছে।
গ্রেপ্তার পারভেজ (২৬) নগরীর বাগবাড়ী এলাকার বাসিন্দা।
মামলার নথির বরাতে র্যাব ৯ জানায়, সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে তুষার আহমদ চৌধুরী (২১) সিলেট এমসি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার রাতে নগরীর এয়ারপোর্ট থানা এলাকার শাহী ঈদগাহ দলদলি চা বাগান এলাকায় পারভেজ, জাবেদসহ অজ্ঞাতনামা ৬-৭ জন লাঠিসোঁটা ও ছুরি দিয়ে তুষারের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বলেন, “এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
“তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদে র্যাব ৯ এর একটি দল জিন্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি পারভেজকে গ্রেপ্তার করে। তাকে এয়ারপোর্ট থানায় হন্তান্তর করা হয়েছে।”
ঘটনার রাতই নগরীর বড়বাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে জাবেদ নামে এক যুবককে।
এ নিয়ে তুষার খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।