এক বছর আগে মোংলায় দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের কোস্ট গার্ড তাদেরকে ধরে নিয়ে যায়।
Published : 14 Dec 2024, 10:45 PM
সুন্দরবনের দুবলার চরে মাছ ধরার সময় ভারতের কোস্ট গার্ডের হাতে আটকের এক বছর পর সাজা খেটে দেশে ফিরেছে ছয় বাংলাদেশি জেলে।
শনিবার সন্ধ্যায় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া।
ফেরত আসারা হলেন- বাগেরহাট সদর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের রাজু সরদার (৩১), কামরাঙ্গার গ্রামের ইসরাত খান (৪৮), একই গ্রামের মোহাম্মদ আলী শেখ (২১) ও বাবুল রশিদ (৪১), শ্রী পালতলা গ্রামের ইলিয়াস শেখ (৫১) এবং বানসাতালী গ্রামের শেখ রাসেল (৩৬)।
ওসি ইমতিয়াজ বলেন, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর মোংলার সুন্দরবনের দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে দেশটির কোস্ট গার্ড তাদেরকে ধরে নিয়ে যায়।
পরে কোস্ট গার্ড আটক জেলেদের ভারতের দমদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। সেখান থেকে তাদেরকে আদালতে তোলা হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বছরের সাজা দেওয়া হয়।
দমদম সেন্ট্রাল কারাগারে সাজাভোগ শেষে বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তারা দেশে ফিরেছেন বলে জানান ওসি ইমতিয়াজ।
ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।