ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, ‘প্রশাসনিক কারণে’ তাকে প্রত্যাহার করা হয়েছে।
Published : 24 Feb 2025, 09:50 AM
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ওসি মো. নূর আলম সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছে।
রোববার রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
কারণ জানতে চাইলে শাহীনুর বলেন, ‘প্রশাসনিক কারণে’ নূর আলম সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছে।
এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, রোববার ভোরে আশুলিয়ার জিরাব এলাকায় নিজ বাড়িতে নাট্য অভিনেতা আজাদকে গুলিসহ বেশ কিছু অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে।
কেউ কেউ বলছেন, ঢাকা জেলার পুলিশ সুপার ও সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ওসিকে নিয়ে অনেক অভিযোগ ছিল।
গত ৫ জানুয়ারি আশুলিয়ার থানার ওসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন নূর আলম সিদ্দিক।