লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণ মামলার প্রধান আসামি রাকিবকে কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 10 Mar 2025, 06:41 PM
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিচারের আশ্বানে ডাকা সালিশে ধর্ষণের শিকার এক কিশোরীকে অপবাদ ও চুল কেটে দেওয়ার হুমকি পেয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে কুমিল্লার লাকসাম উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রামগতি থানার ওসি কবির হোসেন। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার রাকিব হোসেন (২৪) রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম চর কোলাকোপা এলাকার খবির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় ওই কিশোরীর মায়ের করা মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। এর আগে শনিবার হেলাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ১ মার্চ ১৬ বছরের ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় সালিশ বসে। কিন্তু সেখানে কোনো বিচার পায়নি। উল্টো ওই কিশোরী অপবাদ দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে ওই কিশোরীকে বাড়িতে রেখে তার মা জমিতে ফসল দেখতে যান। তখন সালিশে বৈঠকে থাকা হেলাল বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মায়ের চুল কেটে এলাকায় ঘুরানোর হুমকি দেন। মানসিক চাপে দুপুরে সে আত্মহত্যা করে।
এ ঘটনায় ৭ মার্চ ওই কিশোরী ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাকিবসহ ১২ জনের নামে মামলা করেন। অন্য আসামিরা হলেন- মো. আজাদ, জামশেদ উদ্দিন এবং মো. বাশারসহ ১০ জন। তারা পশ্চিম চরকলাকোপা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী পরিবার ও মামলা থেকে জানা গেছে, প্রায় ৭ মাস ধরে রাকিবের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। ১ মার্চ রাতে তাকে ধর্ষণ করেন রাকিব। ঘটনাটি কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব পালিয়ে যান। তাৎক্ষণিক ঘটনাটি রাকিবের বাবা-মাকে জানান ভুক্তভোগীর পরিবার। এ সময় তারা কাউকে কিছু জানাতে নিষেধ করেন।
“পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ধর্ষণের ঘটনায় কোনও বিচার করা হয়নি। উল্টো কয়েকজন কিশোরীকের অপবাদ দেয়। এর মধ্যে বৃহস্পতিবার হেলাল বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে গ্রামে ঘুরানোর হুমকি দেয়। এটি সহ্য করতে না পেরে ওই কিশোরী আত্মহত্যা করে।”
ওসি কবির হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি রাকিবের অবস্থান চিহ্নিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
লক্ষ্মীপুরে ধর্ষণের পর সালিশ, 'হুমকির মুখে' কিশোরীর আত্মহত্যা