মন্নান রসুল হাই কোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন লাভ করেছিলেন।
Published : 16 Mar 2025, 08:27 PM
বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় ঝালকাঠির সাবেক রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল মন্নান রসুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. রহিবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহেব হোসেন।
আবদুল মন্নান রসুল জেলা কৃষক লীগের সভাপতি এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
মামলার বরাতে আইনজীবী জানান, মন্নান রসুলের বিরুদ্ধে ঝালকাঠির বিএনপি কার্যালয়ে হামলা ও বোমা বিস্ফোরণ, জেলা বিএনপির সদস্যসচিবের বাসায় হামলা-ভাঙচুর এবং আইনজীবী সমিতিতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টিসহ ছয়টি মামলা রয়েছে।
এসব মামলায় মন্নান রসুল হাই কোর্ট থেকে ১৯ ও ২০ জানুয়ারি আট সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষে রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
বিচারক তিনটি মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি তিন মামলার শুনানির জন্য ১৮ মার্চ দিন রেখেছেন বলে মন্নান রসুলের আইনজীবী বনি আমীন বাকলাই জানান।