ফেনীতে শহীদ মিনারে যাওয়ার পথে বিএনপির ওপর হামলার অভিযোগ

“ছাত্রলীগের লোকজন তাদের হাত থেকে ফুলের তোড়া কেড়ে নিয়ে ভেঙে রাস্তায় ফেলে দেয়।”

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2023, 10:39 AM
Updated : 21 Feb 2023, 10:39 AM

ফেনীর সোনাগাজী উপজেলায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি।  

সোমবার মধ্যরাতে পৌর শহরে বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের এ হামলায় দলের ১২ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন।

তবে হামলা বা আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দ্যাইয়ান।

তিনি সাংবাদিকদের বলেন, “শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে ছাত্রলীগ এবং বিএনপির নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে সরিয়ে দেয়।“

বিএনপি নেতা মঞ্জুর হোসেন বলেন, “রাতে নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিতে রওনা হন। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের ২০-২৫ জন হঠাৎ লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা পিটিয়ে বিএনপির ১২ কর্মীকে আহত করে। ছাত্রলীগের লোকজন তাদের হাত থেকে ফুলের তোড়া কেড়ে নিয়ে ভেঙে রাস্তায় ফেলে দেয়।”

আহতদের মধ্যে বিএনপির অঙ্গসংগঠন শহীদ জিয়া মঞ্চের কর্মী মো. সুজন, কামরুল হোসেন, আহসান উল্যাহ, মো. মিস্টার, গিয়াস উদ্দিন, মো. সাকিল, মো. রিপন, মো. বাবুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

শহীদ জিয়া মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মঞ্জুর আরও বলেন, এ সময় পুলিশ কাছে থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।  

এ ব্যাপারে জানতে চাইলে পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, “গতকাল রাতে ফুল দিতে যাওয়ার পথে কারা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে, তা আমি জানি না। তবে খোঁজখবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখব।”

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দ্যাইয়ান বলেন, উপজেলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।