“বাসায় তরকারি আনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়।”
Published : 12 Jun 2024, 04:58 PM
ফেনীর সোনাগাজী উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর থানায় হাজির হয়ে দায় স্বীকার করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় পলাশ জানান, বুধবার সকালে আলী আক্কাস রনি নামের ওই ব্যক্তি থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যা করেছেন বলে জানান।
এর আগে মঙ্গলবার গভীররাতে উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ২৪ বছর বয়সী সিনথিয়া ইসলাম খুশবু ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্যম জয়নগর এলাকার শাহীন মিয়ার মেয়ে।
এ ঘটনায় তার স্বামী আলী আক্কাস রনিকে (২৬) আটক করেছে পুলিশ। রনি একই এলাকার মো. রতনের ছেলে এবং পেশায় জুতা বিক্রেতা ছিলেন।
স্বামী-স্ত্রী সোনাগাজী উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন।
ওসি সুদীপ বলেন, “খুশবু ও রনির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। স্বজনদের না জানিয়ে দুই বছর আগে পালিয়ে বিয়ে করেন তারা। বিয়ের পর সোনাগাজীতে একটি বাসা ভাড়া নিয়ে সংসার করছিলেন।
“মঙ্গলবার রাতে বাসায় তরকারি আনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। রাতভর ঝগড়ার এক পর্যায়ে গভীররাতে স্ত্রী খুশবুকে বটি দিয়ে দিয়ে কুপিয়ে হত্যা করে রনি।”
রনির তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুশবুর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
নিহত খুশবুর হাত, গলা ও কানে একাধিক কোপানোর চিহ্ন রয়েছে জানিয়ে ওসি সুদীপ বলেন, তার স্বামী রনি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।