“সারা বিশ্ব এদেশে সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন চায়। নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে সরকার গঠন করবে।”
Published : 04 Feb 2024, 01:29 AM
সরকার পতনের লক্ষ্যেই বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপি নেতা বলেন, “আমাদের অবস্থা এখন ডু অর ডাই। হয় বাঁচবো, না হয় মরে যাব। আমাদের লক্ষ্য একটাই, শেখ হাসিনার সরকারের পতন ঘটানো।”
মঙ্গলবার গাজীপুরের টঙ্গীতে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “সারা বিশ্ব এদেশে সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন চায়। নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে সরকার গঠন করবে। বাংলাদেশের মানুষ এখন আর শেখ হাসিনাকে বিশ্বাস করে না। দেশে অর্থনৈতিক ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে মানুষ মানুষের মাথা খাবে।”
একই সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এক দফার আন্দোলনে শুরু হয়েছে। এক দফা বলতে- শেখ হাসিনার পতন, নিরপেক্ষ সরকারের প্রবর্তন, নির্বাচন কমিশন বাতিল, খালেদা জিয়ার মুক্তি।”
মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেনজির আহমেদ টিটু, হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ্ উদ্দিন সরকার।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]