বালুবাহী ট্রাকটির চালককে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখা হয় এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
Published : 09 Apr 2025, 11:47 AM
বগুড়ায় আটকে রাখা এক ট্রাক চালককে উদ্ধারে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারুলি পুলিশ ফাঁড়ির ওসি নাজমুল হক।
আহতরা হলেন নারুলি পুলিশ ফাঁড়ির এএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি নাজমুল বলেন, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে।
পরে ট্রাকটি নারুলিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে ট্রাকটি খালি অবস্থায় একটি স’মিলের পাশে রেখে দেয় দুর্বৃত্তরা।
ওসি আরও বলেন, “এরপর ট্রাকটির চালককে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখা হয় এবং তার মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।”
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক সুইট পালিয়ে গেলেও প্রাচীরের পাশ থেকে দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুড়ে পুলিশের উপর হামলা চালায়।
এতে দুই জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, “হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”