নতুন বছরকে বরণ করতে রাঙামাটিতে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীর উৎসবের মধ্যে এবার পাহাড়ে শান্তির বারতার কথা বার বার উচ্চারিত হয়েছে। ‘জুম্মদের সাংস্কৃতিক অধিকার নিশ্চিতকরণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে অধিকতরভাবে এগিয়ে আসুন’- এই স্লোগানে রাঙামাটিতে বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার সকালে বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের উদ্যোগে শহরের পৌরসভা চত্বরে আয়োজিত হয় বর্ণাঢ্য এই অনুষ্ঠান। পাহাড়িরা এতে অংশ নিয়ে দীর্ঘ বছর ধরে চলে আসা এই শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্য তুলে ধরেন।
Published : 10 Apr 2024, 07:35 PM