Published : 06 May 2025, 08:12 PM
ঝিনাইদহ সদর উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহতরা হলেন- ভবানিপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে ওলিয়ার রহমান এবং চণ্ডিপুর গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল হোসেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরে ওলিয়ার রহমান মাঠে ধান কেটে জড়ো করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাঠেই পড়ে ছিলেন তিনি।
দীর্ঘসময় বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাঠে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, অন্যদিকে মরিচ ক্ষেতে নিড়ানির কাজ করছিলেন মিরাজুলসহ কয়েক কৃষক। এ সময় বজ্রপাত হলে মিরাজুল ছিটকে পাশের নালায় গিয়ে পড়েন।
তাৎক্ষণিক অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি মামুন।