এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
Published : 14 Apr 2025, 01:57 PM
যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ৪০ মিনিটের মাথায় চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে দুইটি বগি লাইনচ্যুত হয় বলে জংশনটির স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান।
এতে ওই অঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ৪০ মিনিট বন্ধ থাকে।
তিনি বলেন, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে পেছনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি জংশনে ঢোকার আগে গতি ছিল ৬০ কিলোমিটার। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে ট্রেনটি থেমে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্টেশন মাস্টার বলেন, সঙ্গে সঙ্গে জংশনের উদ্ধারকারী দল কাজ শুরু করে। ট্রেনটির শেষ বগিটি লাইনচ্যুত হওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে ১১টা ১০ মিনিটের দিকে মোংলার উদ্দেশে ছেড়ে যায়।
লাইনচ্যুত বগিটি সরানোর কাজ চলছে বলে জানান স্টেশন মাস্টার আয়নাল হাসান।