পুলিশ জানিয়েছে, বকচর কোল্ড স্টোরেজের পেছনে লিটন ফ্লাওয়ার মিলের সামনে ওই যুবক ছুরিকাহত হন বলে তারা জানতে পেরেছে।
Published : 26 Jun 2023, 11:09 PM
যশোর শহরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় কোনো হামলাকারী।
বকচর এলাকায় সোমবার রাতে এ হামলা হয় বলে কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান।
নিহত জসিম উদ্দিন (২৮) মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আব্দুল কুদ্দুস মোড়লের ছেলে।
এসআই মেহেদী হাসান জানান, রাত ৮টার দিকে বকচর কোল্ড স্টোরেজের পেছনের লিটন ফ্লাওয়ার মিলের সামনে ওই যুবক ছুরিকাহত হন বলে তারা জানতে পেরেছেন।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক জসীম উদ্দীন জানান, রাত পৌনে ৯টার দিকে জসিম উদ্দিন নামে ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, রাকিব নামে এক যুবক মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। নিহতের ডান নিতম্বে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, তারা ঘটনাস্থলে রয়েছেন। তবে কারা কীজন্য ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে তা জানা যায়নি।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, তারা এখনও হত্যার কারণ জানতে পারেননি।
নিহতের ছোটভাই নয়ন জানান, তার ভাই জসিম মাছের ব্যবসা করেন এবং স্থানীয় ‘ভাই ভাই গোল্ডেন ফিস’-এর ম্যানেজার। মণিরামপুর থেকে যশোরে এসেছিলেন ব্যবসা সংক্রান্ত কাজে। রাতে তিনি জানতে পারেন ছুরিকাঘাতে তার ভাই খুন হয়েছেন।