তার স্বামী প্রতিবেশীদের সহয়তায় দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান।
Published : 27 Mar 2024, 07:20 PM
গাজীপুরে ফ্যানে ঝুলে আত্মহত্যার চেষ্টার সময় এক গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।
কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, বুধবার সকালে দেওয়ালিয়াবাড়ী এলাকা থেকে তাসলিমা নামের ওই নারীর লাশ উদ্ধার করেন তারা।
মৃত ৩২ বছর বয়সী তাসলিমা বেগম ভোলা জেলার সদর থানার বাংলা বাজার গ্রামের মানিকের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “দেওয়ালিয়াবাড়ী এলাকায় এনামুলের বাসার ভাড়াটিয়া ছিলেন তাসলিমা। তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার স্বামী প্রতিবেশীদের সহয়তায় দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
“কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবু ফজল বলছেন, তাসলিমা নামের ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।