সিলেটে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ঘণ্টা খানিকের মধ্যে তারা না ফিরলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাদের খুঁজতে থাকে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 11:47 AM
Updated : 14 Nov 2023, 11:47 AM

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর।

নিহতরা হলো- ওই গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ তাওছিফ (৬) ও কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

ওসি বলেন, সকালের দিকে তাওছিফ ও নুরা খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘণ্টা খানিকের মধ্যে তারা না ফিরলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাদের খুঁজতে থাকে।

এক পর্যায়ে বাড়ির পাশের মসজিদের পুকুরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত করেন বলে জানান তিনি। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]