রোববার রাতে বাড়ি ফেরার পথে একদল লোক আমিরুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি জলাশয়ে ফেলে দেয়।
Published : 27 Feb 2023, 09:41 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।
উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার রাতে তাকে পেটানো হয়; সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আমিরুল ইসলাম (৫০) উপজেলার গোনাইগাঁতি গ্রামের ফজলুল হকের ছেলে।
নিহতের চাচাতো ভাই কাজল প্রামানিক জানান, জমিতে সেচযন্ত্র স্থাপন নিয়ে স্থানীয়দের সঙ্গে আমিরুলের এক আত্মীয়ের বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসা করে নিতে তাগিদ দেওয়ায় চাচাতো ভাই আমিরুল ইসলামের ওপর ক্ষুব্ধ ছিলেন ওই ব্যক্তি।
‘এর জেরে’ রোববার রাতে বাড়ি ফেরার পথে একদল লোক আমিরুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি জলাশয়ে ফেলে দেয়, বলেন তিনি।
তিনি জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর রাতেই তাকে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আমিরুল ইসলামের মৃত্যু হয়।
উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আব্দুল হাই ও তার স্বজনরা বাড়ি থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।