কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকে ফেরি

ঘাট এলাকায় কিছু যাত্রীবাহী পরিবহন, পণ‍্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2023, 04:51 PM
Updated : 14 Jan 2023, 04:51 PM

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে; মাঝ পদ্মায় আটকা পড়েছে দুটি ফেরি।  

শনিবার রাত সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌ-পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা থেকে কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার কারণে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।”

“এ সময় মাঝ পদ্মায় ফেরি ‘রজনীগন্ধা’ ও ‘ফরিদপুর’ যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে।”  

এ ছাড়া ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যাত্রীবাহী পরিবহন, পণ‍্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে বলে জানান খালেদ নেওয়াজ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে। তবে সেটি কখন এখনি বলা যাচ্ছে না।