হতাহতরা সবাই সেডান কারের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
Published : 05 Feb 2024, 12:05 AM
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কাভার্ড ভ্যানের পেছনে সেডান কারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্যা এলাকায় ফোর ব্রাদার্স ফিলিং পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন জানান।
হতাহতরা সবাই সেডান কারের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পেট্রোল পাম্পের সামনে ঢাকামুখী লেনে কলা বোঝাই একটি পিকআপ ভ্যান বিকল হয়ে পড়েছিল। এ কারণে কাভার্ড ভ্যানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে এসে কাভার্ড ভ্যানে ধাক্কা দেয় সেডান কারটি।
এতে ঘটনাস্থলেই সেডান কারের ভেতর থাকা দুজন মারা যান। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।