বরিশালে জ্বরে কনস্টেবলের মৃত্যু, নিপা ভাইরাস সন্দেহ

পরিবার জানিয়েছে, দেড় মাস আগে তিনি খেজুরের রস খেয়েছিলেন।

বরিশাল প্রতিনিধি
Published : 12 Feb 2023, 11:50 AM
Updated : 12 Feb 2023, 11:50 AM

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। চিকিৎসকের ধারণা, তিনি নিপা ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন।  

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান বলে হাসপাতালের মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান এ জেড এম ইমরুল কায়েস জানান। 

কনস্টেবল মো. পলাশ (২২) ২০১৮ সালে পুলিশে যোগদানের পর পিরোজপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে। 

চলতি বছর দেশে এখন পর্যন্ত নিপা ভাইরাসে সাতজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ জন।

Also Read: নিপা ভাইরাস: যা জানতে হবে

Also Read: চলতি শীতে নিপা ভাইরাসে ৫ মৃত্যু

হাসপাতালে কনস্টেবল পলাশের শ্যালক মো. ফিরোজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, ২০২১ সালে মাগুরার মোহাম্মদপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে সুমাইয়াবে বিয়ে করেন পলাশ। সুমাইয়া চারমাসের অন্তঃসত্ত্বা। 

ফিরোজ আরও বলেন, দেড় মাস আগে খেজুরের রস পান করেছিলেন পলাশ। তিন দিন আগে তার জ্বর হয়। 

হাসপাতালের চিকিৎসক ইমরুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাশ শনিবার জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুর হাসপাতালে ভর্তি হন। ওইদিন তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এর আইসিইউতে তাকে ভর্তি করা হয়। 

“পলাশের জ্বর, খিচুনি ও শ্বাসকষ্ট ছিলো। মস্তিষ্কের সংক্রমণে তার মৃত্যু হয়েছে।“

চিকিৎসক আরও বলেন, “আমরা নিপা ভাইরাস সন্দেহ করছি। তাই তার রক্তের নমুনা শনিবার বিকাল ৩টায় ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন আসতে ২৪ ঘণ্টা সময় লাগে। রাত নাগাদ প্রতিবেদন পেয়ে যাব। পেলে নিশ্চিত করতে পারবো।“  

পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রক্তের নমুনার প্রতিবেদন আসার আগেই কনস্টেবল পলাশ মারা গেছেন। সময় দেয়নি। তাই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কি-না সেটা নিশ্চত নই। প্রতিবেদন পেলে বলতে পারব কী কারণে মৃত্যু হয়েছে।