হবিগঞ্জের মাধবপুরে বৃদ্ধ এবং চুনারুঘাটে তরুণ মারা গেছেন।
Published : 08 Apr 2025, 08:20 PM
হবিগঞ্জের দুই উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার কালিনগর গ্রামে বৃদ্ধ এবং সোমবার রাতে চুনারুঘাট উপজেলার পরাঝার গ্রামে তরুণ মারা গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
নিহতরা হলেন- মাধবপুরের কালিনগর গ্রামের আব্দুর রহমান (৭৫) এবং চুনারুঘাটের পরাঝার গ্রামের আইয়ুব আলীর ছেলে মুক্তার মিয়া (২৬)।
মাধবপুর থানার এসআই নাজমুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে আব্দুর রহমান বাড়ির পাশে বনে লাকড়ি সংগ্রহ করছিলেন। এ সময় গাছে উঠে ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বলেন, সোমবার রাতে পরাঝার গ্রামে ঝড়ে একটি গাছের ডাল ভেঙে পড়ে। রাতেই মুক্তার মিয়া বাড়ির পাশের ওই গাছে উঠে ডাল কাটতে গেলে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বলে জানান তিনি।
দুপুরে দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ।