এসব চিনি ১১ লাখ ৮১ হাজার ১০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
Published : 24 Jun 2024, 12:14 AM
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ২৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল সোনা টিলা এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান।
অভিযানের নেতৃত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, ভারত থেকে অবৈধ পথে চিনি আমদানি করে মজুদ করা হয়েছে এই খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
“এলাকার বিভিন্ন বসতঘর থেকে ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পরে এসব চিনি তামাবিল কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ১১ লাখ ৮১ হাজার ১০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।”
সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাইদুল ইসলাম।
অভিযানের সময় তামাবিল শুল্ক কর্তৃপক্ষের কর্মকর্তা মো. মামুন শেখ, ৪৮-বিজিবি সিলেটের নায়েব সুবেদার মো. শহিদুল আলম, এসআই ফখরুল ইসলামসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।