বাক্সটি অক্ষত ও লক থাকায় ভেতরে পানি ঢুকেনি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Published : 21 May 2024, 09:51 PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পাশের পুকুর থেকে বাক্সটি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে আখাউড়া উপজেলা সদরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
তিনি জানান, ভোটগ্রহণ শেষে বিকাল ৪টার কিছু সময় পর কেন্দ্রটির নিচতলার একটি ভোটকক্ষ থেকে ব্যালট বক্সটি লক করে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হচ্ছিল ভোট গণনার জন্য।
“এ সময় এক যুবক ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট বক্সটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করলে বক্সটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে পালিয়ে যায় সে। ”
পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় ব্যালট বক্সটি উদ্ধার করে পুলিশ। বক্সটি অক্ষত ও লক থাকায় ভেতরে পানি ঢুকেনি বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কসবা ও আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ওই যুবক কোন প্রার্থীর সমর্থক সেটি এখনও জানা যায়নি। পুলিশের তাড়া খেয়ে সে ব্যালট বক্সটি পুকুরে ফেলে পালিয়ে যায়। তাকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে সকাল ৮টায় কসবা ও আখাউড়া উপজেলার ১২৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ছয় প্রার্থী।