বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
Published : 05 Mar 2025, 01:56 PM
দেশের সকল স্তরে ক্ষমতাসহ নিয়োগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কেন্দ্রীকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বেলা ১টার দিকে তিন দফা দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধের সময় ‘ঢাকা না রংপুর, রংপুর, রংপুর’; ‘ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা’; ‘ঢাকা না রাজশাহী, রাজশাহী, রাজশাহী’; ‘ঢাবি না রাবি, রাবি, রাবি’, বলে স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগ, সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য।
“ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা চাই। বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীকতা থেকে মুক্তি দিতে হবে। আমরা এ আধিপত্য মানি না।”
পিএসসি থেকে শুরু ইউজিসি সবকিছুর পুর্নগঠনের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
রেল বিভাগ জানিয়েছে, দুপুর ২টার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসার কোনো ট্রেন নেই। তার আগে অবরোধ শেষ হলে কোনও ধরনের প্রতিবন্ধকতা হবে না।