ওসি জানান, খবর পয়ে স্বামী আশিকুর রহমান শেখকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Published : 12 May 2024, 09:46 PM
গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মোছড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।
নিহত নুরী বেগম ওরফে মুনিয়া ওই গ্রামের আশিকুর রহমান শেখের স্ত্রী এবং গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল চরপাড়া গ্রামের মুক্ত মোল্যার মেয়ে।
স্বজনদের বরাত দিয়ে ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, বিয়ের পর থেকে পরিবারিক কলহ নিয়ে মুনিয়ার উপর বিভিন্ন সময় নির্যাতন চালাতেন আশিকুর রহমান শেখ।
রোববার সকালেও মুনিয়াকে বেদম মারধার করেন স্বামী। এক পর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন মুনিয়াকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ওসি আনিচুর জানান, খবর পয়ে স্বামী আশিকুর রহমান শেখকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।