অভিযানে ছয় দিনে জেলায় মোট ৬৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Published : 15 Feb 2025, 09:21 PM
‘অপারেশন ডেভিল হান্টে’ গেল ২৪ ঘণ্টায় নোয়াখালীতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অভিযানে ছয় দিনে জেলায় মোট ৬৫ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, “গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
অভিযানে নোয়াখালীর সুধারাম মডেল থানার আওয়ামী লীগ কর্মী জাকের হোসেন (৫২), ছাত্রলীগ কর্মী আব্দুর রহিম (২৪), হাতিয়া থানার আওয়ামী লীগ কর্মী মো. সোহেল (৩৫), হাতিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিরব উদ্দিন কবির (২৫) ও বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (৫৪) গ্রেপ্তার হন।
এ ছাড়া কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সালাউদ্দিন নয়ন (৩৮), সেনবাগ উপজেলা যুবলীগ কর্মী ইমাম হোসেন (৪৫), অর্জুনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সামসুল আলম সবুজ (৪৫), চাটখিল থানার পাঁচগাও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম রতনকে (৪২) গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও নৌ-পুলিশ কাজ করে।
“অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।