ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতার মৃত্যু: অস্ত্র ছিনতাইচেষ্টার মামলা পুলিশের

মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2022, 04:55 PM
Updated : 20 Nov 2022, 04:55 PM

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সংঘর্ষের মধ্যে গুলিতে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় পুলিশ মামলা করেছে, যেখানে অস্ত্র ছিনতাইচেষ্টার অভিযোগ আনা হয়।

শনিবার মধ্যরাতে বাঞ্ছারামপুর থানার এসআই আফজাল হোসেন খান বাদী হয়ে এ মামলা করেন বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান।

মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

Also Read: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, 'গুলিতে' ছাত্রদল নেতার মৃত্যু

শনিবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশ শটগানের ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নয়ন মিয়া (২২) নিহত হন।

নয়ন মিয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, পুলিশের কাজে বাধা এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে নয়নের মৃত্যু হয়েছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

বিএনপি নেতাদের অভিযোগ, শনিবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লাবাড়ি এলাকায় বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যান।

এ ঘটনায় আরও ১০ জন আহত হন বলে বিএনপি জানিয়েছে।