নাশকতার মামলায় শনিবার সন্ধ্যায় খুলনা নগরী থেকে রফিককে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা ও সদর থানা পুলিশ।
Published : 02 Dec 2024, 12:32 AM
নাশকতার মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিনের বড় ভাই।
রোববার খুলনা মহানগর হাকিম আদালত-২ এর বিচারক আল আমিন এ আদেশ দেন বলে তার আইনজীবী বি এম ফারুখ বলেন।
খালিশপুর থানার একটি নাশকতার মামলায় শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে রফিককে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা ও সদর থানা পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে তাকে আদালতে আনা হয় জানিয়ে আইনজীবী বলেন, “আদালতে তার জামিন আবেদন করেছিলাম। কিন্তু মামলার কাগজপত্র অন্য আদালতে থাকায় তার জামিন শুনানি হয়নি। ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত।”
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, “অভিযানে তার বাড়িতে অবৈধ কোনো কিছু পায়নি পুলিশ। তার একটি বৈধ অস্ত্র ছিল। সেটি তিনি বন্দুকের দোকানে রেখেছেন বলে জানিয়েছেন।”