ঝিনাইদহে মেয়েকে ডাক্তারের কাছে নিতে গিয়ে প্রাণ গেল দম্পতির

মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন ছাবদার আলী ও তার পরিবারের সদস্যরা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 04:57 AM
Updated : 28 March 2023, 04:57 AM

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যাবার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। আহত হয়েছে অসুস্থ মেয়ে, নাতি ও ভ্যানচালক।

মঙ্গলবার সকাল ৬টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের সামনে যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানে একটি পিকআপ ধাক্কা দিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা।

নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের ছাবদার আলী (৫৫) ও তার স্ত্রী পারভীনা খাতুন (৪৫)।

ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে ফজরের নামাজ পড়ে গুরুতর অসুস্থ মেয়ে সাথী খাতুনকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য ব্যাটারিচালিত ভ্যানে যশোর শহরে যাচ্ছিলেন ছাবদার আলী ও তার পরিবারের সদস্যরা।

“পথে যাত্রীবাহী ভ্যানটি কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে একটি মাছবোঝাই পিকআপ সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন।

ভ্যান থেকে ছিটকে পড়ে আহত হন ভ্যানের যাত্রী ও চালক। ”

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতি ও ভ্যানচালক করিমকে উদ্ধার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে ছাবদার আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।