ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
Published : 30 Mar 2024, 11:50 PM
কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাতটি বসত ঘর পুড়ে গেছে।
শনিবার রাত ৯টায় সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাতব্বর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জয়।
ফায়ার সার্ভিস স্টেশনের বরাতে তিনি জানান, শাহাদাত হোসেন ওরফে মুন্সী শাহাদাতের বসত বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাতটি ঘর পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।