৬ ডিসেম্বর সুনামগঞ্জ শহর শত্রুমুক্ত হলে বালু, পাথর, সিমেন্ট সংগ্রহ করে নিজেরাই শ্রম দিয়ে শহীদ মিনারটি নির্মাণ করেন বীর মুক্তিযোদ্ধারা।
Published : 26 Mar 2025, 05:42 PM
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নির্মিত শহীদ মিনারে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা। পরে ফটকের তালা ভেঙেই শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন তারা।
স্বাধীনতা দিবসে প্রশাসনের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে যখন দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই চলছিল তখন ৬ ডিসেম্বর সুনামগঞ্জ শহর শত্রুমুক্ত হয়।
সেদিন শহরে প্রবেশ করেই বীর মুক্তিযোদ্ধারা বালু, পাথর, সিমেন্ট সংগ্রহ করে নিজেরাই শ্রম দিয়ে বিএস রোডে শহীদ মিনারটি নির্মাণ করেন।
পতাকার আদলে সবুজের বুকে লাল বৃত্ত এঁকে ‘যাদের রক্তে মুক্ত এ দেশ’ স্লোগান খচিত শহীদ মিনারটির ডিজাইন করেন মুক্তিযুদ্ধের আঞ্চলিক কমাণ্ডার দৈনিক বাংলার সে সময়ের খ্যাতিমান সাংবাদিক সালেহ চৌধুরী।
পরে ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও বীর মুক্তিযোদ্ধারা স্থানীয় জনতাকে নিয়ে অনন্য এই শহীদ মিনারেই শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর থেকে প্রতি বছর মুক্তিযোদ্ধা-জনতা এটিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে স্বাধীনতা-বিজয় দিবসসহ বিভিন্ন দিবস পালন করে আসছেন।
তবে গত বছর সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি এলাকায় নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এবার প্রশাসন সেই শহীদ মিনারেই শ্রদ্ধাঞ্জলি দিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান শমছু বলেন, “অতীতে কখনো স্বাধীনতা বা বিজয় দিবসে শহীদ মিনার তালাবদ্ধ ছিল না। বরং মাইকে স্বাধীনতা ও বিজয় দিবসের গান ও বক্তৃতা বাজতো। কিন্তু এবার শহীদ মিনারে এসবের কিছুই ছিল না।
“বরং আমরা শ্রদ্ধা জানাতে এসে শহীদ মিনারের প্রধান ফটক তালাবদ্ধ দেখি। পরে আমরা নিজেরাই তালা ভেঙে ১৯৭১ সালে আমাদের নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা জানাই।”
সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, “অন্যান্য সময় নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য তালাবদ্ধ থাকলেও বিজয় ও স্বাধীনতা দিবসে শহীদ মিনারে তালা খোলা থাকে। কিন্তু এবার তালাবদ্ধ ছিল। তাই বীর মুক্তিযোদ্ধারা তালা ভেঙে শ্রদ্ধা জানিয়েছেন।”
এ বিষয়ে জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
তবে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “এবার প্রশাসনিকভাবে নবনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে অনুযায়ী সেখানেই স্বাধীনতা দিবসের আয়োজন করা হয়েছিল।
“পুরাতন শহীদ মিনারে কারও শ্রদ্ধা জানানোর কথা আমাদের জানা ছিল না। তাই সেখানে তালা দেওয়া ছিল।”