সোমবার রাতে শহরের মধ্যরাস্তায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযান চালানো হয়।
Published : 10 Dec 2024, 10:06 AM
পিরোজপুর পৌর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ‘মাদক ব্যবসায়ী’ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার রাতে শহরের মধ্যরাস্তায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযান চালানো হয় বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ওই এলাকার মো. ওবায়দুল কাইয়ুম সেখ (৪৫) এবং তার ছেলে মো. শফিক সেখ (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা বলেন, অভিযানের সময় তাদের বাসা থেকে ১০টি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।
দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর সদর উপজেলায় সেনাবাহিনীর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদ।