দোষীদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
Published : 27 Dec 2024, 12:12 AM
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া উপজেলা শহীদ মিনারের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা।
এতে সাধারণ মানুষও অংশ নেন। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ, আতিয়ার রহমান, হরলাল বিশ্বাসসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার মানে দেশের সব মুক্তিযোদ্ধার ওপর আঘাত করা।
মানববন্ধন শেষে দোষীদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।