সংবাদ সম্মেলন করে নিজেদের দাবিগুলো তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা।
Published : 26 Feb 2025, 06:51 PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে এবার ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন চার দফা দাবি তুলে ধরলেন।
বুধবার দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা।
এমবিবিএস ও বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করে আসছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখা সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল কলেজ অফিসার ও ময়মনসিংহ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. আকরাম হোসেন।
ম্যাটসদের ৪ দফার বিরুদ্ধে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
চার দফা দাবির মধ্যে রয়েছে, অন্যান্য ডিপ্লোমাদের নামে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দশম গ্রেডে শূন্য পদে ডিল্পোমা চিকিৎসকদের নিয়োগ, ম্যাটস কারিকুলামকে আধুনিকীকরণ যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নতিকরণ, অন্যান্য ডিপ্লোমা ন্যায় ও রাষ্ট্র স্বীকৃত মৌখিক অধিকারের অংশ হিসেবে উচ্চ শিক্ষার সুযোগ, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন এবং ডিগ্রির নাম পরিবর্তন।
এ সময় নিজেদের নামের আগে চিকিৎসক লেখাসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাসোসিয়েশনের নেতারা।
সংবাদ সম্মেলনে ময়মনসিংহ ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আব্দুল মালেক, ডা. আজহারুল ইসলাম, ডা. এ টি এম হামিদ ফরহাদ, শাহ মোহাম্মদ রায়হান ইসলাম শান্ত এবং ফজলুল করিম রনি উপস্থিত ছিলেন।