একদিন আগের ঘটনা মীমাংসা করতে সকালে দুপক্ষের লোকজন আলোচনার এক পর্যায়ে উঠে গিয়ে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় বলে জানায় পুলিশ।
Published : 07 Feb 2025, 08:58 PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী।
আহতরা হলেন- আল-আমিন, দুধ মিয়া, সিরু মিয়া, বাচ্চু মিয়া, শাহজাহান, সানাউল্লাহ, বিল্লাল মিয়া, দ্বীন ইসলাম, বোরহান। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিরাবাড়ির সিরু মিয়ার ছেলে আরমানের সঙ্গে একই এলাকার ইকতার মিয়ার ছেলে রিফাতের তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে বৃহস্পতিবার দেলোয়ার ও আনোয়ারের মধ্যে মারামারি হয়।
ঘটনাটি মীমাংসা করতে সকালে ওই এলাকার সাচ্চু মিয়া ও সানাউল্লাহ মাস্টার দুই পক্ষের লোকজনদের নিয়ে বসলে তারা না মেনে উঠে যান। পরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় শাহাজাহানের অটো গ্যারেজ ও তার বসত ঘর ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে।
ওসি রওশন আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আবার সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেননি বলে জানান ওসি।