পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে হত্যার পর লাশটি বালুতে পুঁতে রাখা হয়েছে।
Published : 11 Mar 2024, 07:22 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বালুতে পুঁতে রাখা অবস্থায় অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৩টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকার লাশটি পাওয়া যায় বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান।
নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, মীরহামজানি এলাকার ১৫ নম্বর সেতু সংলগ্ন ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ফোর লেনের প্রকল্পের কাজের বালুর নিচে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
“ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। লাশের নাম-পরিচয় এখনও জানা যায়নি।”
দুই-তিন দিন আগে হত্যার পর লাশটি বালুতে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের এই কর্মকর্তা।