পুলিশ জানায়, বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খাদে পড়ে যায় নসিমনটি।
Published : 22 Apr 2024, 04:24 PM
গোপালগঞ্জের সদর উপজেলায় নসিমন উল্টে এজজনের মৃত্যু হয়েছে; এ সময় আহত হয়েছেন আরো দুইজন যাত্রী।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার সোনাশুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান।
নিহত ১৭ বছর বয়সি মো. ইকরামের বাড়ি সদর উপজেলার কাজুলিয়া গ্রামে।
ওসি আনিচুর রহমান বলেন, একটি নসিমন কয়েকজন যাত্রী নিয়ে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এ সময় ওই এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে এক খাদে পড়ে যায় নসিমনটি। এতে ইকরামসহ তিন যাত্রী গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইকরামকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।