ওই যুবককে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
Published : 09 Apr 2025, 02:15 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে আটক করে পিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার রাতে চৌমুহনী পৌর এলাকায় এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান।
আটক আহসানুল কবির নামের যুবকের বাড়ি রংপুর সদর উপজেলার ঘাঘটপাড়া ইউনিয়নে। তিনি নোয়াখালীতে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।
শিশুটির স্বজনরা জানিয়েছেন, শিশুটির বাবা-মা দুজনই চাকরি করেন। তারা চাঁদপুরের গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে রাতে চৌমুহনীর বাসায় ফিরেন। রাতেই কর্মস্থলে যান শিশুটির মা। বাবাও বাসার বাইরে ছিলেন। এ সময় শিশুটি তার খালার সঙ্গে বাসায় ছিল। এক ফাঁকে রাত ৮টার দিকে পাশের ভাড়াটিয়া আহসানুল কবির ১২ বছর বয়সি শিশুটির মুখ চেপে ধরে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে তার খালা সেখানে ছুটে যান। তখন তার চিৎকারে স্থানীয়রা গিয়ে ওই যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।
পরে পুলিশ পাহারায় রাতেই তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আসাবিক চিকিৎসা কর্মকর্তা রাজীব আহমেদে চৌধুরী বলেন, “রাতেই ওই যুবক ও মেয়েটিকেও হাসপাতালে আনা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ধর্ষণের আলামত খোঁজার জন্য মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলছে।”
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ওই যুবককে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ১৫ মিনিটের ভিডিওতে ওই যুবককে ঘরের মেঝেতে ফেলে পেটানোর দৃশ্য দেখা গেলে।