সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
Published : 20 Feb 2023, 12:41 PM
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করবে।
সিরাজগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের বাতিঘরখ্যাত ঐতিহ্যবাহী এই প্রেস ক্লাবের সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী কমিটির সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু।
সোমবার সকাল ১০টায় প্রেস ক্লাবের হলরুমে সিনিয়র সদস্য শহিদুল ইসলাম ফিলিপসের সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপসকে আহ্বায়ক, বিদায়ী কমিটির প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী ও সাবেক অর্থ সম্পাদক জহুরুল ইসলামকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন গঠনসহ সব প্রকার ব্যবস্থা গহণ করবে।
এ ছাড়া সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ বিগত কমিটি (২০২১-২০২২) বিলুপ্ত ঘোষণা করা হয়। অবৈধভাবে টাঙানো ১৯ জনের তালিকা স্থগিত এবং কার্যনির্বাহী কমিটির বৈধ সভা ছাড়া নেওয়া সব সিদ্ধান্ত অকার্যকর বলে ঘোষণা করা হয়।
বিদায়ী কমিটির সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবুর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তৃতা করেন, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি হেলাল উদ্দিন, ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী, এস এম তফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান, আব্দুল মজিদ সরকার, ফজল এ খোদা লিটন, শফিক মোহাম্মদ রুমন, খ. ম একরামুল হক, আমিনুল ইসলাম ও আব্দুস সামাদ সায়েম প্রমুখ।