২০২১ সালের ১৭ অগাস্ট মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গেলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা হয়।
Published : 02 Sep 2024, 07:16 PM
তিন বছর আগে টাঙ্গাইলে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
সোমবার সকালে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বাদী হয়ে মামলাটি করেন বলে টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান।
মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়কে হুকুমের আসামি করে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০০ থেকে ১৫০ জনকে।
আসামিদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল-৮ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, সহসভাপতি মাহমুদুর রহমান বিপ্লব, ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মানিক শীল, সাবেক সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, মো. হুমায়ুন কবীর, সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন ঘোষ, সাবেক সহসভাপতি রায়হান আহমেদ শান্ত, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ।
বাদী শাকিল উজ্জামান গোপালপুর উপজেলার হেমনগর গ্রামের মো. শামছুল হকের ছেলে। তিনি বলেন, ২০২১ সালের ১৭ অগাস্ট নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে আসেন। তখন আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চাপাতি, রামদা, হাত কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হামলাকারীরা এ সময় নগদ পাঁচ লাখ ১৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানান বাদী।