২০২২ সালের ৩০ মে হামলা-ভাঙচুরের ঘটনায় ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
Published : 01 Nov 2024, 12:08 AM
মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর বাসভবনে হামলা, ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের মারধরের মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে।
২০২২ সালের ৩০ মে হামলা-ভাঙচুরের ঘটনায় ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলাটি করেন জেলা কৃষকদলের সহসভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল।
হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, মামলার পরই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ ওরফে হারেজ গায়েন, আওয়ামী লীগের কর্মী মতিউর রহমান ও নিত্য সরকার।
বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের বয়ড়া গ্রামে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনুর রশীদ খান মুন্নুর মেয়ে ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানমের বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বিএনপির নেতা-কর্মীদের বক্তব্য চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন।
এ সময় হাতবোমা বিস্ফোরণসহ আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। রড, হকিস্টিক, চাপাতি ও লাঠি দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করা হয় এবং জেলা বিএনপির সভাপতির বাড়িঘর ভাঙচুর করা হয়।
মামলার বাদী দেলোয়ার হোসেন ভিপি দুলাল বলেন, আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।