মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে প্রধান আসামি করা হয়েছে।
Published : 17 May 2024, 09:00 PM
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর কর্মী নিহতের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
ঘটনার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে নিহত ওসিকুর ভূঁইয়ার বোন পারুল বেগম বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।
মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে প্রধান আসামি করা হয়েছে। আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে চেয়ারম্যানের ছোট ভাইয়ের শ্বশুর (তালুই) কালু ভূঁইয়া, কালু ভূঁইয়ার ছেলে চয়ন ভূঁইয়া, সমর্থক হিদু ভূঁইয়া, ইউপি সদস্য হান্নান, মিনহাজ ভূঁইয়াসহ ২৩ জনের। এছাড়া আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ওসি আনিচুর বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকার কারণে এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশরাফ হোসেনকে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চা-বিক্রেতা ওসিকুর ভূঁইয়া (২৭)। আহত হন আরও পাঁচজন।
নিহত ওসিকুর ভূঁইয়া চন্দ্রদিঘলিয়া গ্রামের জলিল ভূঁইয়ার ছেলে। তিনি উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলীর নির্বাচনি এজেন্ট ছিলেন।
এই হত্যার বিচারের দাবিতে পরদিন বুধবার দুপুরে জেলা শহরে শোক র্যালি করেন চন্দ্রদিঘলিয়া গ্রামের হাজার হাজার লোক। র্যালি শেষে দুপুর ১টায় চেচানিয়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন লিয়াকত আলীর সমর্থক ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
আন্দোলনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।
দেড় ঘণ্টা পরে দুপুর ১টায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের অনুরোধে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।
তবে শনিবারের মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে জানান পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলী।
পুরানো খবর...
গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ