“স্কুলের সিসি ক্যামেরার নীচেই প্রতিটি গোপন বুথ করা হল কেন এমন প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি।”
Published : 08 May 2024, 04:12 PM
পিরোজপুর সদর উপজেলার একটি কেন্দ্রের গোপন কক্ষে সিসি ক্যামেরা চালু থাকায় ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন।
ভোটারদের অভিযোগ, পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রতিটি ভোটকক্ষের গোপন বুথের ঠিক উপরেই রয়েছে এসব সচল সিসি ক্যামেরা। বুধবার সকাল থেকে এভাবে চলে ভোটগ্রহণ।
বিষয়টি প্রথম দিকে নজরে না এলেও দুপুরের দিকে নজরে আসে ভোটারদের। সিসি ক্যামেরার নীচে ভোট দিতে আপত্তি জানান অনেক ভোটার। তারা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
ভোটকক্ষে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, এসব ক্যামেরা স্কুলে আগে থেকেই লাগানো রয়েছে। বিষয়টি নজরে আসার পর এখন সব ক্যামেরা বন্ধ আছে।
ওই কেন্দ্রে ভোট দিতে আসা রিভা বেগম বলেন, “গোপন বুথের ঠিক উপরে থাকা সিসি ক্যামেরা সচল রয়েছে। ক্যামেরার উপরে বাতি জ্বলতেছিলো। সচল সিসি ক্যামেরার সামনে ভোট দিতে আপত্তি জানালেও কর্মকর্তারা কোনো কিছুই করেনি।
তিনি বলেন, “ভোটাররা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। তাই ভোটারও অনেক কম।”
একই কেন্দ্রের ভোটার অমিত বিশ্বাস বলেন, “ভোট দেওয়া যদি ক্যামেরায় ভিডিও হয় তা হলে ব্যক্তিগত গোপনীয়তা আর থাকবে না। তাই এবারে ভোট দেব না। গোপন কক্ষের উপরে সিসি ক্যামেরা থাকার বিষয়টি তদন্ত করে দেখা উচিত।”
ভোটার তৌফিক খান অন্তর বলেন, “গোপন কক্ষের ভোট দেওয়া যদি ভিডিও করা হয় বা পরে ফাঁস হয় তা হলে ভোটারাও নিরাপত্তাহীনতায় থাকবে।”
এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মোস্তাফা ইফতিয়ার উদ্দিন বলেন, “ক্যামেরার বিষয় গতরাতে স্কুলের প্রধান শিক্ষককে বলা হয়েছে। তিনি জানিয়েছেন, ক্যামেরা বন্ধ। বর্তমানে সচল রয়েছে জানালে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।”
“এ ছাড়া স্কুলের সিসি ক্যামেরার নীচেই প্রতিটি গোপন বুথ করা হল কেন এমন প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি।”
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২ হাজার ৮১৩ জন। দুপুর ২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট দিয়েছেন মাত্র ৩১৩ ভোটার।