মাগুরায় বিস্ফোরক মামলায় বিএনপির ৯১ নেতা-কর্মী কারাগারে

আইনজীবী বলেন, নেতা-কর্মীদের জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন তারা।

মাগুরা প্রতিনিধি
Published : 29 Jan 2023, 01:45 PM
Updated : 29 Jan 2023, 01:45 PM

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মাগুরার তিন উপজেলার ৯১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে হাজির হলে বিচারক মো. জসিম উদ্দিন ওইসব নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর রায় ঘোষণা করেন।

আসামি পক্ষের আইনজীবী শাহেদ হাসান টগর।

তিনি জানান, গত ৫ নভেম্বর জেলার মহম্মদপুর ও শ্রীপুর থানায় এবং ৬ নভেম্বর শালিখা থানা বিএনপির ১০৭ নেতা-কর্মীদের নামে বিস্ফোকর দ্রব্য আইনে তিনটি মামলা করে পুলিশ। মামলায় এসব নেতা-কর্মী এতদিন হাই কোর্ট থেকে জামিনে ছিলেন।

রোববার শালিখা উপজেলার ৫৯, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলার ২৪ জন করে মোট ১০৭ জন অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করেন।

তাদের মধ্যে অসুস্থতার কারণে ১৬ জনকে জামিন এবং ৯১ জনকে কারাগারে পাঠানোর রায় দেয় আদালত।

আইনজীবী শাহেদ হাসান আরও বলেন, তিনটি মামলাই সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলীয় নেতা-কর্মীদের জামিনের জন্য ফের উচ্চ আদালতে যাবেন তারা।