বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মেয়রের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
Published : 05 Jan 2024, 05:22 PM
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে মতিয়ারের বিরুদ্ধে মামলা করেন বলে আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান।
এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মেয়রের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, “বরগুনা-১ নির্বাচনি এলাকার আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান গত ২০ ডিসেম্বর তার বাসার সামনে যুবলীগের বর্ধিত সভায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য এবং সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন। এ ঘটনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৬ (খ), (গ) ও ১১ এর বিধান মেয়র লঙ্ঘন করেছেন মর্মে নির্বাচন অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করে।
ওই প্রতিবেদনের প্রেক্ষিতে মেয়র মতিয়ারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়া হলো।”
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, “চিঠির আদেশ মতে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ”
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মেয়র মতিয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে মতিয়ারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।