মলা করা হয়েছে বাগান মালিকের বিরুদ্ধে।
ফেনী সদর উপজেলায় মাদক ব্যবসায় জড়িত সন্দেহে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বিসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদশর্ক মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান জানান।
গ্রেপ্তার মো. আইয়ুব (২০) মিয়ানমারের বুড়িচং জেলার মংডু এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রোহিঙ্গা শরণার্থী হিসেবে কক্সবাজারের টেকনাফ উপজেলার মুছুনী ক্যাম্পে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ফেনী থেকে কক্সবাজারগামী একটি বাসে ওঠার সময় আইয়ুবকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা পাওয়া যায়।
পরিদশর্ক শাহাদাৎ বলেন, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।